Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকাণ্ড

ক্ষুদ্র ঋণ কার্যক্রম

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে পিডিবিএফ থেকে গ্রামীণ দরিদ্র ও অসুবিধাগ্রস্থ জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বয়ম্ভর, উৎপাদনমূখী কার্যক্রমে অংশগ্রহণ, কর্মসংস্থান সৃষ্টির জন্য ৮টি প্রশাসনিক বিভাগের ৫২টি জেলার ৩৫৯ উপজেলায় ১১ লক্ষাধিক সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে পিডিবিএফ শুরু থেকে এ পর্যন্ত মোট ৭,৭৫৬ কোটি  টাকা (ক্রমপুঞ্জিত) ঋণ বিতরণ করেছে। ঋণ আদায়ের হার ৯৯%।

এ কার্যক্রমে প্রায় ১১ লক্ষাধিক গ্রামীণ জনগোষ্ঠীর আয়বৃদ্ধিমূলক কর্মকান্ড যেমন-গাভী পালন, মৎস চাষ, শাকসব্জি চাষ, নার্সারী, মুরগী পালন ইত্যাদির মাধ্যমে বিভিন্ন আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং প্রায় ৫০ লক্ষ জনগোষ্ঠীর আর্থিক সচ্ছলতা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে। ফলে পিডিবিএফ জাতীয় উৎপাদন বৃদ্ধিতে ও সামাজিক উন্নয়নে একটি উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়েছে।

স্মল এন্টারপ্রাইজ ঋণ কার্যক্রম (SELP)

দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী এবং উদ্যোক্তারা নতুন ব্যবসা প্রতিষ্ঠান শুরু বা ব্যবসা সমপ্রসারণের জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন তা সংগ্রহ করতে সক্ষম হয় না। ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা  শুরু করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা পিডিবিএফ-এর ক্ষুদ্র ঋণের সিলিং এর অতিরিক্ত বা আওতার বাহিরে। এ সকল উদ্যোক্তার জন্য ব্যাংক ঋণ গ্রহণ ঝামেলাপূর্ণ বিধায় তাঁরা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে আগ্রহী হন না।                                                                                

পিডিবিএফ যেহেতু আর্থ-সামাজিক উন্নয়নে নিয়োজিত একটি আর্থিক প্রতিষ্ঠান, তাই এই সব ক্ষুদ্র ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের বিভিন্ন ধরণের ঋণ সুবিধা প্রদান সহ অন্যান্য কারিগরি সুবিধা প্রদানের মাধ্যমে অধিক আয় এবং আত্ম-কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। পিডিবিএফ বর্তমান সরকারের আমলে প্রায় ১.৩০ লক্ষ জনগোষ্ঠীর আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পেরেছে। স্মল এন্টারপ্রাইজ ঋণ কার্যক্রমে শুরু থেকে মোট ১,৯৬৪কোটি (ক্রমপুঞ্জিত) টাকা ঋণ বিতরণ করা হয়েছে। ঋণ আদায় হার ৯৯%।

সঞ্চয় কার্যক্রম

পিডিবিএফ-এর সুফলভোগীদের জন্য ঋণ কার্যক্রমের পাশাপাশি সঞ্চয় কার্যক্রম অব্যাহত আছে। কারণ এ দরিদ্র জনগোষ্ঠীর পক্ষে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় ব্যাংকে জমা করা সম্ভব নয়। পিডিবিএফ-এর কর্মীগণ গ্রাম পর্যায়ে দল গঠন করে সমিতির সাপ্তাহিক সভার মাধ্যমে সঞ্চয় আদায় করে পুঁজি গঠনে সহায়তা করে থাকে। এই সঞ্চয় থেকে শারীরিক অসুস্থতা, রোগব্যাধি, প্রাকৃতিক দুর্যোগ, ছেলে-মেয়ের পড়াশুনা এবং যে কোন আপদকালীন সময় সুফলভোগী তাঁর জমাকৃত সঞ্চয়ের টাকা উত্তোলন করতে পারেন। পিডিবিএফ এ সাধারণ সঞ্চয়, সোনালী সঞ্চয়, মেয়াদী সঞ্চয় নামে ৩টি ভিন্ন ভিন্ন সঞ্চয় প্রকল্প আছে। বর্তমান সরকারের আমলে সুফলভোগীগণ প্রায় ১৬৩ কোটি টাকা সঞ্চয় জমা করতে সক্ষম হয়েছে। পিডিবিএফ এ শুরু থেকে মোট ৪৮৯ কোটি টাকা সুফলভোগীদের সঞ্চয় জমা আছে।

মানব সম্পদ উন্নয়ন কার্যক্রম

ক) সদস্য প্রশিক্ষণ

পিডিবিএফ-এর সদস্যগণ নেতৃত্ব বিকাশ, সামাজিক উন্নয় ও  দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে ঋণের টাকা সঠিক খাতে ব্যয় করতে সক্ষম হয়।  বিগত সাড়ে ৪ বছরে পিডিবিএফ-এ নেতৃত্ব বিকাশ, সচেতনতা বৃদ্ধি, আয়বৃদ্ধিসহ বিভিন্ন কর্মকান্ডের উপর সুফলভোগীদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া গো-খাদ্যের জন্য সাইলেজ প্রশিক্ষণ এবং কর্মকর্তা/কর্মচারীদের ব্যবস্থাপনা উন্নয়ন প্রশিক্ষণ, যোগাযোগ ও কর্ম-পরিকল্পনা কর্মশালা, ওরিয়েন্টেশন, পর্যালোচনা সভা সহ বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয়েছে। শুরু থেকে মোট ৩,৬৯,৩০২ জন সুফলভোগী সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

খ) সাপ্তাহিক প্রশিক্ষণ ফোরাম/উঠান বৈঠক

বছরের ৫২ সপ্তাহে ৫২টি বিষয়ের উপরে উঠান বৈঠকে সদস্যদের প্রশিক্ষণ প্রদানের মধ্যে দিয়ে প্রায় সকল সদস্যকে ¯^v¯’¨, পুষ্টি, প্রাথমিক চিকিৎসা, স্যানিটেশন, নারীর অধিকার ও ক্ষমতায়ন, আইনগত অধিকার, জেন্ডার, সামাজিক সচেতনতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়েছে। আমাদের সদস্যদের মাঝে যে প্রকৃতই সামাজিক উন্নয়ন ঘটেছে এবং তাদের মাঝে যে নেতৃত্বের বিকাশ ঘটেছে তার প্রমাণ মেলে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলে। পিডিবিএফ সুফলভোগীদের মধ্য থেকে শুরু থেকে বর্তমান পর্যন্ত মোট ৮৪৫ জন সদস্য স্থানীয় সরকার প্রতিনিধি নির্বাচিত হয়েছে।

গ) কর্মী প্রশিক্ষণ

পিডিবিএফ দক্ষ কর্মী বাহিনী সৃষ্টির জন্য মোট ৪১,৫৫০ জন কর্মকর্তা/কর্মচারীকে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করেছে। পিডিবিএফ এর নিজস্ব ব্যবস্থাপনা এবং নিজস্ব প্রশিক্ষক দ্বারা এবং বাইরের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের সহযোগিতায় মানব সম্পদ উন্নয়নের এই মহান কাজটি সফলভাবে সম্পন্ন করছে।

পিডিবিএফ এর বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অঞ্চলভিত্তিক বার্ষিক কর্ম-পরিকল্পনা ও মতবিনিময় সভা সম্পন্ন করে আসছে। পিডিবিএফ প্রধান কার্যালয়ের কর্মকর্তা এবং অঞ্চল পর্যায়ের ম্যাসেঞ্জার থেকে শুরু করে সকল কর্মকর্তা/কর্মচারীদের সমন্বয়ে Bottom up কর্ম-পরিকল্পনা করে থাকে। সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এ কর্মশালায় পিডিবিএফ এর সকল করণীয় নির্ধারণ করা হয়ে থাকে। এতে সহকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশের সৃষ্টি হয় এবং পিডিবিএফ অতি সহজেই তাঁর কাংখিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়। 

 

সামাজিক দায়বদ্ধতা বিষয়ক কার্যক্রম

পিডিবিএফ সামাজিক দায়বদ্ধতা থেকে এর সদস্য ও কর্মীদের সন্তানদের জন্য বহুমূখী কল্যাণকর উদ্যোগ গ্রহণ করেছে। পিডিবিএফ এর মূল লক্ষ্য হলো- পল্লীর দরিদ্র ও অসুবিধাগ্রস্থ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাজ করা। পিডিবিএফ এ লক্ষ্যকে সামনে রেখে মানুষকে মানব মর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য সর্বদা নিবেদিত। সামাজিক দায়বদ্ধতা থেকে পিডিবিএফ নিুরূপ কর্মসূচী গ্রহণ করেছে-

ক) শিক্ষা সহায়তা ভাতা :

পিডিবিএফ দরিদ্র ও অসুবিধাগ্রস্থ সদস্যের মেধাবী সন্তানদের লেখাপড়ার জন্য শিক্ষা সহায়তা ভাতা প্রদানের ব্যবস্থা করেছে। বর্তমান  সরকারের  বিগত  বছরে  সদস্যদের  ১৫০ জন  মেধাবী  সন্তানকে উচ্চতর শিক্ষার জন্য শিক্ষা সহায়তা ভাতা প্রদান করার ব্যবস্থা করেছে। ফলে দরিদ্র সদস্যদের মেধাবী সন্তানদের লেখাপড়া করার উৎসাহ উদ্দিপনা বৃদ্ধি পেয়েছে।

খ) সুফলভোগী প্রতিবন্ধী শিশুদের চিকিসা সহায়তা ভাতা

পিডিবিএফ এ সুবিধাভোগী সদস্যদের প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা ও মানষিক বিকাশ সাধনের লক্ষ্যে ২৩০০ জনকে মনোনীত করে তাদের আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা নেয়া হয়েছে। ফলে তাদের সামাজিকভাবে আত্মমর্যাদা বৃদ্ধি এবং তাঁরা অবহেলিত নয়, তাদের পাশে পিডিবিএফ তথা বর্তমান সরকার আছে এ বিষয়টি উপলব্ধি করতে সক্ষম হয়েছে।

গ) সুফলভোগী নবজাতক সন্তানদের সঞ্চয় স্কীম

পিডিবিএফ সুবিধাভোগী দরিদ্র্য সদস্যদের নবজাত       সন্তানদের জন্য একটি বিশেষ সঞ্চয় স্কীম চালু করেছে। এই স্কীমের আওতায় প্রতিটি নবজাতকের  জন্য ৫০০/- টাকা অনুদান প্রদান করে পিডিবিএফ- এ একটি সঞ্চয়ী হিসাব খোলার ব্যবস্থা গ্রহণ করা হয়। এ খাতে চলতি বছরে ১২.৫০ লক্ষ টাকা বাজেট বরাদ্দের সংস্থান রাখা হয়েছে। এ স্কীম চালুর ফলে একদিকে যেমন সদস্যগণ আরো অধিক সঞ্চয় জমা করতে উৎসাহী হবেন, অন্যদিকে এ কার্যক্রমের ফলে নবজাত সন্তানদের সুষ্ঠু ও সুন্দর ভাবে বেড়ে উঠা সহ উজ্জ্বল ভবিষৎ নিশ্চিত হবে।

ঘ) কর্মকর্তা/কর্মচারীদের জন্য কল্যাণ তহবিল

কর্মকর্তা/কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের শারীরিক অসুস্থতা, সাময়িক অক্ষমতা, দূর্ঘটনা ইত্যাদি কারণে চিকিৎসা সহায়তা এবং দরিদ্র কর্মচারীদের সন্তানদের বিবাহ ইত্যাদি বিষয়ে পিডিবিএফ এর কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত মাসিক অফেরতযোগ্য চাঁদা প্রদানের মাধ্যমে গঠিত কল্যাণ তহবিল থেকে প্রয়োজন অনুসারে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বর্তমান সরকারের আমলে  মোট ৪২৪ জনকে প্রায় ৯৩.৯১ লক্ষ  টাকা কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পিডিবিএফ  শুরু থেকে এ পর্যন্ত মোট ৯৯৮ জন সহকর্মীকে প্রায় ১.৬৯ কোটি টাকা আর্থিক অনুদান প্রদান করেছে।